Online Birth Registration Information System (Online BRIS) Bangladesh

0
91

প্রথমেই আপনাকে ম্যানুয়ালি ওয়েব সাইটের ভিতরে প্রবেশ করতে হবে অথবা আমাদের এই লিংকটিতে ক্লিক করে আপনি ওয়েবসাইট ফর্ম এর ভিতরে ঢুকতে পারেন এখানে যাওয়ার পরে কি করতে হবে নিচে নির্দেশনা দেওয়া রয়েছে আপনি দেখে দেখে কাজটি করতে পারেন।


প্রথমেই আপনি এই লিংকটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে গভমেন্ট ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে ওখানে গেলে ঠিক এরকম এর ইন্টারফেসটি দেখতে পাবেন নিচে যে রকমের দেওয়া রয়েছে… Link Here 

আবেদন পত্র


এখানে ঢুকবেন বক্সে আপনাকে কয়েকটি ধাপে ক্লিক করতে হবে প্রথম ধাপটি রয়েছে আপনি কোন বিভাগে বর্তমানে অবস্থান করতেছেন সেই বিভাগটি ড্রপ ডাউন বক্স থেকে ক্লিক করে নির্বাচন করতে হবে.. 


এই ফেল থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বিভাগ…

 এই ফেল থেকে আপনাকে সিলেট করতে হবে আপনার জেলাটি….

এখানে ক্লিক দিলেই আপনি দেখতে পাবেন এই বিভাগের আন্ডারে কয়টি জেলা রয়েছে আপনার জেলাটি নির্বাচন করুন… 

এই ফিল থেকে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন উপজেলা বা থানার আন্ডারে রয়েছেন…

এই জেলার আন্ডারে কতটি উপজেলা বা থানা রয়েছে তা আপনি দেখতে পাবেন শুধুমাত্র সিলেট করা জেলার তথ্য দেখা যাবে….

এখানে আপনাকে ইউনিয়ন সিলেট করতে হবে এই উপজেলার আন্ডারে কতটি ইউনিয়ন আছে তা আপনি এখানে ড্রপ ডাউন বক্স দেখতে পাবেন…

এই ড্রপ ডাউন বক্স থেকে শুধুমাত্র আপনার প্রিয় নেত্রী সিলেট করুন…

এই ড্রপ ডাউন বক্স থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ওয়ার্ড নম্বর ঠিক আপনি কোন ওয়ার্ডে বা কত নম্বর ওয়ার্ডে রয়েছে নম্বরটি সিলেট করতে হবে এই ড্রপ ডাউন বক্স থেকে…. 

শুধুমাত্র ওয়ার্ড নাম্বার টি সিলেট করতে হবে… 

এবং সবগুলো বিষয় বস্তু যদি সিলেট করা হয়ে যায় তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন সমস্ত ডাটা পরবর্তী পাতায় যাওয়ার আগে চেক করে নিবেন….

এখানে শুধুমাত্র আপনাকে অপেক্ষা করতে হতে পারে কোন কোন সময় সার্ভার স্লো থাকার কারণে আপনাকে এখানে বেশ কিছু সময় অপেক্ষা করতে হতে পারে আর যদি সার্ভার ফ্রি থাকে তাহলে ইজিলি পরবর্তী পাতায় আপনি যেতে পারবেন…

যখন সব গুলো সিলেক্ট করা হয়ে যাবে এবং পরবর্তী বাত পাতায় চলে আসবেন ঠিক তখনই আপনি একদম উপরের পিক চিনুর জায়গায় আপনার ব্যবহারকৃত তথ্য গুলো দেখতে পাবেন যদি ভুল হয় তাহলে পিছনে কে তথ্যগুলো সঠিক করে নিবেন….

01 প্রথমেই আপনাকে আপনার সঠিক নাম কি দিতে হবে এবং সম্পূর্ণ…

02 দ্বিতীয়ত এ আপনার জন্ম তারিখটি ব্যবহার করতে হবে এবং সঠিক জন্ম তারিখ কি ব্যবহার করবেন…

03 তৃতীয় তে আপনার মায়ের নামটি ব্যবহার করতে হবে এবং সম্পূর্ণ সঠিক নামটি ব্যবহার করুন…

04 চতুর্থ আপনার বাবার নামটি ব্যবহার করতে হবে এবং সম্পূর্ণ সঠিক নামটি ব্যবহার করুন..

05 পঞ্চম এখানে আপনার গ্রাম অথবা হাউস নম্বর এক্সাম্পল যেভাবে দেওয়া রয়েছে আপনি এভাবে ব্যবহার করতে পারেন…

06 সব গুলোর তথ্য সঠিক এবং সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন তারপরে পরবর্তী পাতার জন্য কি করতে পারেন এবং অবশ্যই দেখে নিবেন সমস্ত তথ্য সঠিক আছে কি-না তার পরে পরবর্তী পাতায় ক্লিক করবেন…

পরবর্তী পাতায় আসার পরে এখানে আপনাকে ইংলিশ সম্পূর্ণ তথ্য দিতে হবে যেভাবে আপনি বাংলায় তথ্যগুলো প্রদান করলেন ঠিক একইভাবে ইংলিশে তথ্যগুলো লিখতে হবে তারপর আপনি সংরক্ষন বাটনে ক্লিক করবেন এবং অবশ্যই দেখে নিবেন সম্পূর্ণ সঠিক আছে কিনা এবং পরবর্তী পাতায় কি করলে আপনাকে একটি প্রিভিউ আকারে দেখাবে…..

আপনার দেওয়া তথ্য প্রিভিউ সঠিকভাবে একটু দেখে নিবেন....

তথ্যগুলো যখন সম্পূর্ণ দিয়ে আপনে পরবর্তী পাতায় ঠিক করবেন ঠিক তখনই আপনাকে এরকম একটি প্রিভিউ দেখাবে অবশ্যই যেখানে যেখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে লাল করে ঠিক সেখানে আপনার তথ্যগুলো দেখাবে এবং সঠিকভাবে আপনার তথ্যগুলো দেখে নিবেন সমস্ত তথ্য সঠিক আছে কিনা তারপর আপনার সাবমিট করবেন বা সংরক্ষণ বাটনে ক্লিক করবেন এর আগে কিন্তু অবশ্যই আপনি সংরক্ষণ বাটনে ক্লিক করবেন না কারণ এরপরে আর পরিবর্তন করা যাবে না….

সঠিক থাকলে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন….

সংরক্ষণ বাটনে ক্লিক করার পরে আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে কিছু তথ্য দেওয়া থাকবে আপনি একটু দেখে নিবেন এবং আপনার সাবমিট করা কাগজটি আপনি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজ পাতি সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন…

avatar